১.তৎসম শব্দঃ তৎ অর্থ তার এবং সম অর্থ সমান। যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং কোন পরিবর্তন হয়নি তাদেরকে তৎসম শব্দ বলে। নিচের ছড়ার মাধ্যমে সহজেই তৎসম শব্দ মনে রাখা যায়।
মনুষ্য পৃথিবী চন্দ্র সূর্য নক্ষত্র
জল বৃক্ষ ভবন ধর্ম পাত্র।
২. অর্ধতৎসম শব্দঃ যে সব শব্দ সংস্কৃত থেকে সামান্য পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে অর্ধ তৎসম শব্দ বলে। বোষ্টম, গিন্নী,ছেরাদ্দ, নেমন্তন্ন, গতর, কুচ্ছিত, জোছনা এগুলো অর্ধ তৎসম শব্দ। নিচের ছড়ার মাধ্যমে সহজেই তৎসম শব্দ মনে রাখা যায়।
বোষ্টম গিন্নীর ছেরাদ্দ
সাত গাঁয় নেমন্তন্ন
জোছনা বিবির কুচ্ছিত গতর
রোগ ও শোকের জন্য।
৩.তদ্ভব শব্দঃ যেসব শব্দ সংস্কৃত থেকে ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদেরকে তদ্ভব শব্দ বলে। হাত, চামার, চাঁদ, সাপ, মাথা,দই, বৌ এবং এগার এগুলো তদ্ভব শব্দ। নিচের ছড়ার মাধ্যমে সহজেই তদ্ভব শব্দ মনে রাখা যায়।
সাপে ডরে বড় বৌ
সাপে ডরে বড় বৌ
এলে এগার চাঁদ
চামার মশাই দই খেয়ে
মাথায় বুলায় হাত ।
মাথায় বুলায় হাত ।
৪. দেশি শব্দঃ যেসব শব্দ আদিম বাংলা ভাষা ভাষীদের থেকে এসেছে সেসব শব্দগুলোকে দেশি শব্দ বলে। নিচের ছড়ার মাধ্যমে সহজেই তদ্ভব শব্দ মনে রাখা যায়।
কুড়ি চুলা কুলা পেট গঞ্জ চোঙ্গা
টোপর ডাব ডাগর ঢেঁকি ডিঙ্গা।
৫. বিদেশি শব্দঃ যেসব শব্দ বিদেশী ভাষা হতে বাংলা ভাষায় এসেছে সেসব শব্দগুলোকে বিদেশী শব্দ বলে। বিদেশী শব্দ মনে রাখার কৌশল
No comments:
Write comments